Covid Update: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২,২২৪ জন, মৃত ২ হাজার ৫৪২
সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) এসে দাঁড়িয়েছে ৮ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২ জন।
নিজস্ব প্রতিবেদন: দেশে করোনায় দৈনিক আক্রান্তের (Daily Corona Cases) নিম্নমুখী হলেও। গতকালের চেয়ে সামান্য বাড়ল আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন (India reports #COVID19 cases) ৬২,২২৪ জন। যা গতকাল ছিল ৬০ হাজার ৪৭১ জন। তবে দৈনিক সুস্থতার (Recovered) সংখ্যা অনেকটাই বেশি। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ০৭ হাজার ৬২৮ জন। সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) এসে দাঁড়িয়েছে ৮ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২ জন।
আরও পড়ুন: বিনা রেজিস্ট্রেশনে টিকা কেন্দ্রে গেলেও মিলবে ভ্যাকসিন, বড় ঘোষণা স্বাস্থ্য মন্ত্রকের
আরও পড়ুন: রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ সাড়ে ৩ হাজারের নীচে, কমল মৃত্যুও
এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ২ হাজার ৫৪২ জন। মোট মৃত্যু সংখ্যা (Death toll)গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩ জনে। দেশে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৯৬ হাজার ৩৩ লক্ষ ১০৫ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার ১০০ জন। সুস্থতার হার বেড়েছে ৯৫.২৬ শতাংশ। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ০১৪ জন।