নিজস্ব প্রতিবেদন: শেষ হল ভারতে তৈরি করোনা প্রতিষেধক Covaxin-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল! প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর Covaxin প্রয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, তার মধ্যে ৫০ জন স্বেচ্ছাসেবকের শরীরে Covaxin প্রয়োগের ফলাফল সামনে এসেছে। পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Covaxin-এর হিউম্যান ট্রায়ালের প্রধান পর্যবেক্ষক ডঃ সবিতা বর্মা সংবাদ সংস্থা এএনআই-কে জানান, দেশজুড়ে চলা Covaxin-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শেষ হয়েছে। সামনে এসেছে ৫০ জন স্বেচ্ছাসেবকের শরীরে Covaxin প্রয়োগের ফলাফল। এই ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক! কারও মধ্যেই সে ভাবে টিকার কোনও বিরূপ প্রভাব লক্ষ্য করা যায়নি।



‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ (ICMR) এবং ন্যাশনাল ভায়রোলজি ইনস্টিটিউট (NIV)-এর গবেষকরা যৌথ ভাবে তৈরি করেছেন ভারতের প্রথম এই করোনা টিকা Covaxin। ১৩ জুলাই থেকে শুরু হয় Covaxin-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। জানা গিয়েছে, দু’টি পর্যায়ে মোট ১,১০০ জন স্বেচ্ছাসেবকের উপর Covaxin পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে। এই ট্রায়ালের জন্য হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, দিল্লি ও পটনার AIIMS-সহ মোট ১২টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ (ICMR)।


আরও পড়ুন: ভারতে আরও সস্তা হল Favipiravir! এবার করোনার ওষুধ বাজারে মিলবে মাত্র ৩৯ টাকায়!


এখনও পর্যন্ত Covaxin-এর হিউম্যান ট্রায়ালে অংশ নিতে চেয়ে সাড়ে ৩ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক নিজেদের নাম নথিভূক্ত করিয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) জানিয়েছে, প্রতিষেধক তৈরির ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। প্রতিষেধক তৈরির ক্ষেত্রে সব রকম নিয়ম-কানুন মেনেই এগোচ্ছে সংস্থাগুলি। Covaxin-এর সুরক্ষা সম্পর্কিত সমস্ত দিক বিস্তারিত ভাবে পরীক্ষা ও পর্যবেক্ষণ করে সম্পূর্ণ রূপে নিশ্চিত হওয়ার পরেই এটিকে বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ICMR।