নিজস্ব প্রতিবেদন: এই পরিস্থিতিতে গবেষণাগারগুলির চাপ সামলাতে আরটি-পিসিআর পরীক্ষা করার ক্ষেত্রে নতুন নির্দেশিকা নিয়ে এল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোভিড-১৯ উপসর্গগুলি  হল কাশির সঙ্গে / ছাড়া ছাড়া জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট, শরীরে ব্যথা, গন্ধ ও স্বাদ না পাওয়া, ক্লান্তি ও ডায়রিয়া। এই উপসর্গগুলি থাকলে অবশ্যই আরটি-পিসিআর পরীক্ষা করান। এছাড়া, যদি আপনি সম্প্রতি কোনও কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসেন, তাহলে পরীক্ষা করতে হবে।  


যদি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ ধরা পড়ে। একবার আরটি-পিসিআর পরীক্ষায় পজিটিভ চলে আসে, দ্বিতীয় পরীক্ষার প্রয়োজন নেই। ১০ দিন হোম আইসোলেশনে থাকার সময় যদি শেষ তিনদিন জ্বর না আসে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর টেস্ট করানোর দরকার নেই।