নিজস্ব প্রতিবেদন: করোনার আরও একটি নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। নয়া ভ্যারিয়েন্টের নাম 'ল্যাম্বডা' (LAMBDA Strain)। দক্ষিণ আমেরিকা (South America) থেকে এই নয়া ভ্যারিয়েন্ট প্রায় ২৯টি দেশে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে হু এর তরফে। দক্ষিণ আমেরিকাতে এই ভ্যারিয়েন্টের ব্যাপক প্রাদুর্ভাব দেখা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পেরুতে এপ্রিল মাস থেকে প্রায় ৮১ শতাংশ মানুষই ল্যামডা স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। এদিকে গত ৬০ দিনে চিলিতে ল্যামডা স্ট্রেনে আক্রান্তের হার ৩২ শতাংশ। ব্রাজিলে গামা স্ট্রেনের থেকেও বেশি সংক্রামক হয়ে গিয়েছে এই নয়া স্ট্রেন। এছাড়া আর্জেন্টিনা, ইকুয়েডোরেও এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে।


আরও পড়ুন: Green Fungus: কারা গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন? কী কী উপসর্গ দেখা দেবে?


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, নয়া এই স্ট্রেন বেশি সংক্রামক ও বিপজ্জনকও। অভিযোজিত হয়ে আরও মারাত্মক হয়ে উঠেছে ল্যাম্বডা স্ট্রেন। অ্যান্টিবডিকে দুর্বল করে দিতে পারে এই ভ্যারিয়েন্ট। তবে এখনই নিশ্চিতভাবে এ বিষয়ে কিছু বলা যাবে না। তবে উদ্বেগ যে রয়েছে তাও উড়িয়ে দিচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


আরও পড়ুন: মস্তিষ্কের দীর্ঘ-মেয়াদী ক্ষতিও করতে পারে করোনা সংক্রমণ, বলছে গবেষণা


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App