1/6
নিজস্ব প্রতিবেদন: করোনার পাশাপাশি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ছত্রাক। এতদিন ব্ল্যাক ফাঙ্গাস তথা মিউকরমাইকোসিসের পর এ বার গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন মানুষ। চিকিৎসা ক্ষেত্রে যার নাম অ্যাস্পারগিলোসিস। সম্প্রতি অ্যাস্পারগিলোসিসে আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের এক ব্যক্তি। তিনি সদ্য করোনার হাত থেকে মুক্তি পেয়েছিলেন। ২ মাস হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে ওই ছত্রাককে দেখে মিউকরমাইকোসিস মনে করলেও পরে জানা যায়, এ অন্যরোগ।
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
এখন প্রশ্ন হলে কী করে বুঝবেন আপনি গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত? অ্যাস্পারগিলোসিসের যেমন অনেক রূপ আছে, তেমনি উপসর্গও একাধিক। যদি এবিপিএ আক্রান্ত হন, তাহলে শ্বাস কষ্ট, কাশি, খুব জ্বর আসতে পারে। যদি অ্যাস্পারগিলোমাসে আক্রান্ত হন, তবে কাশি হবে, তার সঙ্গে রক্ত বেরিয়ে আসবে। শ্বাস কষ্ট থাকবে। পালমোনারি অ্যাস্পারগিলোসিসে আক্রান্ত হলে একই উপসর্গ দেখা দেবে, পাশাপাশি ওজন কমতে থাকবে। খুব ক্লান্তি ঘিরে ধরবে। জ্বর কমতে চাইবে না।
6/6
photos