ওয়েব ডেস্ক: আজ বিশ্ব রক্তদান দিবস। সারা বছরই, তবে বিশেষ করে আজকের দিনে বিশ্ব জুড়ে নানা জায়গায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। প্রচুর মানুষ সেখানে রক্ত দান করতে যাবেন। তবে যত সংখ্যক মানুষ রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন, তাঁদের বেশিরভাগ মানুষই রক্তদান সম্পর্কে কিছুই জানেন না। যেমন, কতটা পরিমান রক্ত দেওয়া হয়, রক্ত দেওয়ার পরে কী করা উচিত্‌, কোন কোন বয়সের মানুষ রক্ত দিতে পারেন, এই সমস্ত বিষয় সম্পর্কে তাঁদের কোনও ধারণাই নেই। শুধু, 'রক্তদান একটি মহত্‌ কাজ। এর মাধ্যমে অন্য মানুষকে সাহায্য করা হয়।' এই ধারণা মাথায় নিয়ে রক্ত দিতে যাবেন। অথচ রক্ত দেওয়ার আগে এই সমস্ত বিষয় জেনে নেওয়া সবার আগে দরকার। তাই আজকের বিশ্ব রক্তদান দিবসে ছোট্ট একটি কুইজের মাধ্যমে একেবারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছ থেকে রক্তদান সম্পর্কে জেনে নিন সেই সমস্ত বিষয়, যা আপনার অনেকদিন আগেই জানা উচিত্‌ ছিল।


কুইজ খেলুন