জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহর জুড়ে বাড়ছে ডায়ারিয়ার প্রকোপ। ভাইরাল পেটের সংক্রমণে দুশ্চিন্তায় ডাক্তাররা। যদিও বেশিরভাগ আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি বলেই জানা গিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যে, হাতের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর খাওয়া হল পেটের এই রোগ প্রতিরোধে প্রধান অস্ত্র। ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস হল এক ধরণের ভাইরাস। এর লক্ষণ সাধারণত জলযুক্ত মল, পেটে ব্যথা, বমি এবং কখনও কখনও জ্বর আসা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একজন বিশেষ ডাক্তার বলেছেন, 'আমরা বমি, ডায়ারিয়া এবং পেট ব্যথার প্রচুর কেস পাচ্ছি। আমরা যেগুলি দেখেছি তার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই।'


আরও পড়ুন: Pankaj Udhas Cancer: অগ্ন্যাশয় ক্যানসার কাড়ল উধাসকে, কীভাবে চিনবেন এই মারণরোগ?


যদিও এই রোগটি কয়েক দিনের মধ্যেই নিজে থেকেই সেরে ওঠে। এটি শিশু এবং বয়স্ক-প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গুরুতর হতে পারে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
 স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, শ্বাসযন্ত্রের সংক্রমণের লক্ষণগুলির সঙ্গে ডায়ারিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে দেখা যাচ্ছে। তিনি বলেন, 'আমরা ভাইরাল ইনফেকশনে আক্রান্ত রোগীদের সম্মুখীন হয়েছি, মূলত বিচ্ছিন্ন পেটের সংক্রমণের পরিবর্তে শ্বাসযন্ত্রের সমস্যাগুলির সঙ্গে যুক্ত। এই ব্যক্তিরা কাশি, জ্বর, ডায়ারিয়া এবং বমি বমি ভাব সহ শ্বাসযন্ত্র এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল লক্ষণগুলির সংমিশ্রণ প্রদর্শন করে।'


যদিও এই স্টমাক ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সংক্রমণ হয় না। পাকস্থলী এবং অন্ত্রে প্রদাহ রোটাভাইরাস, অ্যাডেনোভাইরাস এবং নোরোভাইরাস সহ অন্যান্য ভাইরাসের কারণে এই রোগ হতে পারে।


আরও পড়ুন: Bruise Mark: সাবধান! আঘাত ছাড়াই কালশিটে আভাস দিচ্ছে বড় রোগের...


অন্য় এক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছেন, 'পাকস্থলীর সংক্রমণ সম্পর্কিত ক্ষেত্রে কোনও উল্লেখযোগ্য স্পাইক নেই। ওপিডি-তে রোগীরা নিয়মিত গ্যাস্ট্রোএন্টারোলজিকাল সমস্যা নিয়ে উপস্থিত হচ্ছেন, এবং মানসম্মত ওষুধ কার্যকর প্রমাণিত হচ্ছে।'


চিকিৎসকরা জানিয়েছেন, বেশির ভাগ রোগীর ক্ষেত্রে সংক্রমণ গুরুতর না হলে ওষুধ ও অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। একজন রাজ্য স্বাস্থ্য আধিকারিক বলেছেন, 'নির্ধারিত না হলে লোকেদের ওভার-দ্য-কাউন্টার ওষুধ গ্রহণ করা এড়াতে হবে।'


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)