নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে সামান্য বাড়ল দৈনিক করোনা আক্রান্ত। রেকর্ড মৃত্যু দেখল রাজ্য। গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন ১৩৬ জন। বাংলায় এখনও পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ১২,৯৯৩।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের (COVID Cases) সংখ্যা ২০,৮৪৬। উত্তর ২৪ পরগনায় ৪ হাজার উপরে রয়েছে সংক্রমিত। তার পরই কলকাতা। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪,১৯৭ ও ৩,৯৫৫। শুক্রবার ৭০ হাজার ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আক্রান্তের হার ৯.৬৮ শতাংশ।    


কোভিড-মৃত্যুতে রেকর্ড রাজ্যে। টানা একশোর উপরে থাকছিল মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৬ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৪২ ও ৩৪। হাওড়ায় মৃত্যু হয়েছে ৫ জনের। ১২ জন মারা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।   


গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৩১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৬.৭৮%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার ৭৯২ জন। 


আরও পড়ুন- স্বজন হারানোর যন্ত্রণা অনুভব করছি, 'আবেগ' থাকলেও করোনা রুখতে চর্বিতচর্বণ Modi-র ভাষণ!