স্বজন হারানোর যন্ত্রণা অনুভব করছি, 'আবেগ' থাকলেও করোনা রুখতে চর্বিতচর্বণ Modi-র ভাষণ!

স্বজন হারানো দেশবাসীর ক্ষোভ প্রশমনে 'আবেগঘন বক্তব্য' রাখলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

Updated By: May 14, 2021, 08:29 PM IST
স্বজন হারানোর যন্ত্রণা অনুভব করছি, 'আবেগ' থাকলেও করোনা রুখতে চর্বিতচর্বণ Modi-র ভাষণ!

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় আগাম প্রস্তুতি ছিল না। মোদী সরকারের (Modi Govt) বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে বিরোধীরা। বিদেশি সংবাদমাধ্যমেও সমালোচিত কেন্দ্র। শুক্রবার পিএম কিষান সম্মান নিধির (PM Kisan Samman Nidhi) টাকা বণ্টনের অনুষ্ঠানে করোনার সংক্রমণ রোখা নিয়ে চর্বিতচর্বণই শোনালেন প্রধানমন্ত্রী (PM Modi)। বিরোধীরা বলছে,'দিশাহীন।' করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আলাদা করে কোনও ব্যবস্থা নেওয়ার কথা বললেন না। বুঝিয়ে দিলেন টিকাকরণই একমাত্র উপায়। কিন্তু টিকাকরণ দ্রুত করার জন্য সরকার কী ব্যবস্থা করছে, তা খোলসা করলেন না নরেন্দ্র মোদী (Narendra Modi)। স্বজন হারানো দেশবাসীর ক্ষোভ প্রশমনে এ দিন 'আবেগঘন বক্তব্য' রাখলেন। তিনি বলেন,''আপনাদের স্বজন হারানোর ব্যথা ও যন্ত্রণা অনুভব করতে পারছি।'' 

প্রধানমন্ত্রী (PM Modi) এ দিন বলেন,''একশো বছর পর এসেছে অতিমারী। গোটা দুনিয়া পরীক্ষার মুখে। এটি অদৃশ্য শত্রু। বহুরূপীও। এই শত্রুর জন্য আমরা নিকটাত্মীয়দের হারিয়েছি। গত কয়েক দিন ধরে দেশবাসী যতটা কষ্ট ও ব্যথা পেয়েছেন, ততটাই ব্যথিত হয়েছি আমি। দেশের প্রধান সেবক হিসেবে আমিও আপনাদের সমব্যথী।''

তার পর দেশবাসীর আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেন মোদী (Narendra Modi)। তাঁর কথায়,''ভারত হেরে যাওয়ার দেশ নয়। ভারত আত্মবিশ্বাস হারাবে না। ভারতবাসী আত্মবিশ্বাসী। আমরা লড়ব। এবং জিতব।''

করোনা ঠেকাতে টিকাই কার্যকরী রাস্তা বলে মনে করেন মোদী (Narendra Modi)। তবে টিকাকরণের স্লথ গতি ও জোগানের ঘাটতি নিয়ে এ দিন কোনও শব্দ শোনা যায়নি তাঁর মুখে। মোদী বলেন,''বাঁচার অন্যতম উপায় করোনার টিকা। কেন্দ্র ও রাজ্য সরকার মিলে নিরন্তর চেষ্টা করছে, যত বেশি সম্ভব লোককে টিকা দেওয়ার ব্যবস্থা করা যায়। দেশজুড়ে ইতিমধ্যেই প্রায় ১৮ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকাকরণ হচ্ছে। টিকা নিন। এটাই করোনার বিরুদ্ধে সুরক্ষাকবচ।'' 

আরও পড়ুন- করোনা জীব, ওর বাঁচার অধিকার রয়েছে, ব্যাখ্যা BJP নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

.