ওয়েব ডেস্ক: উপগ্রহের তোলা ছবি বিশ্লেষণ করে আগাম জানা ‌যাবে ম্যালেরিয়ার প্রকোপ।। এমনই কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবী প্রদক্ষিণকারী নাসার উপগ্রহের পাঠানো ছবি থেকে ম্যালেরিয়ার প্রকোপ শুরু হওয়ার অন্তত একমাস আগেই তা বলে দেওয়া ‌যাবে। এরকমই একটি সিস্টেম তৈরি করার চেষ্টা চলছে।


ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম প্যানের বক্তব্য, মালেরিয়া ছড়ানোর জন্য বাহকের প্রয়োজন। এক্ষেত্রে মশার বংশবিস্তারের ওপরে লক্ষ্য রাখার জন্য উপগ্রহের ওপরে নির্ভর করা ‌যেতে পারে। পাশাপাশি কোন প্ররিবেশে মশা বাড়ছে তাও নজর রাখা ‌যাবে এই উপগ্রহ দিয়েই।


ল্যান্ডস্যাট, গ্লেবাল প্রেসিপিটেশন মেজারমেন্ট, টেরা, অ্যাক্যুয়ার মতো উপগ্রহ থেকে কোনও এলাকার তাপমাত্রার হেরফের, মাটির আর্দ্রতা, বনাঞ্চল সম্পর্কিত তথ্য দিয়ে থাকে। ওইসব তথ্য থেকেই ম্যালেরিয়ার প্রকোপ আগাম বলে দেওয়ার চেষ্টা করবে নাসা।


আরও পড়ুন-পাহাড়ে রেশন পাঠাতে প্রস্তুত রাজ্য, জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক