নিজস্ব প্রতিবেদন: গতকালের পর আজ ফের অনেকটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (Daily Corona Cases)। ৫০ হাজারের গন্ডি টপকে বুধবার দেশে করোনা সংক্রমিত হয়েছিলেন ৫০ হাজার ৮৪৮ জন। বৃহস্পতিবার তা অনেকটা বেড়ে ৫৪ হাজার  ৬৯ জন। এই নিয়ে টানা দুদিন ৫০ হাজারের উপর দৈনিক সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ এই উর্ধ্বমুখী হওয়ার কারণ ডেল্টা স্ট্রেন (Delta strain) হতে পারে। যদিও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৮৮৫ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩২১ জনের। কেন হাজারের নীচে নামছে না মৃতের সংখ্যা (Daily Death Toll) সেই প্রশ্নে বিশেষজ্ঞদের মতামত করোনা সংক্রমিত হওয়ার পরেও হাসপাতালে যেতে চাইছেন না অনেকে। জ্বর বা শ্বাসকষ্ট দেখলেও অনেকে তা উড়িয়ে দিচ্ছেন। সময় মতো হাসপাতালে যাওয়া বা চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। প্রায় ৭ দিন পর গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ফের ১০ হাজার পেরিয়েছে। 


আরও পড়ুন: মঙ্গলবারের থেকে রাজ্যে সামান্য বাড়াল কোভিড সংক্রমণ


দেশে  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি পেরিয়েছিল গতকালই। আজ তা বেড়ে ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন। এঁদের মধ্যে সুস্থই হয়ে গিয়েছেন ২ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার ৭৪০ জন।  মোট মৃত্যু ৩ লক্ষ ৯১ হাজার ৯৮১ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ২৭ হাজার ৫৭ জন। সুস্থতার হার বেড়ে ৯৬.৬১ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, দেশে ডেল্টা স্ট্রেনের হাত থেকে বাঁচতে বড় মাত্রায় টিকাকরণ প্রয়োজন। এখনও পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩০ কোটি ১৬ লক্ষ ২৬ হাজার ২৮ জন।    


আরও পড়ুন: হিমোফিলিয়া রোগীদের জন্য সুখবর, এবার বাড়িতেই মিলবে AHF ইঞ্জেকশন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)