Corona Update: টানা দুদিন, ফের বাড়ল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু, সক্রিয় রোগীও
ক্রমশ বাড়ছে সুস্থতা
নিজস্ব প্রতিবেদন: ক্রমশ কমতে কমতে ফের উদ্বেগ বাড়ল খানিকটা। পরপর দুদিন দেশে করোনায় দৈনিক আক্রান্তের (Corona Update) সংখ্যা বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন।
যদিও কিছুটা কমেছে দৈনিক মৃত্যুর (Corona Update) সংখ্যা। ৩ হাজারের গন্ডির নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ২ হাজার ৮৮৭ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯ জন। তবে এরই পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১১ হাজার ৪৯৯ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৩ লক্ষ ৯০ হাজার ৫৮৪ জন। দেশে সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা কমছে হু হু করে। বর্তমানে তা ১৭ লক্ষ ১৩ হাজার ৪১৩ জন।
আরও পড়ুন: Monsoon Forecast: Kerala হয়ে আজই ভারতে ঢুকছে বর্ষা, জানাল হাওয়া অফিস
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী দেশে টিকা নিয়েছেন এমন মানুষের সংখ্যা ছাড়াল ২২ কোটি। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে প্রায় ১০ লক্ষ মানুষকে টিকার প্রথম ডোজ দিতে পেরেছে পশ্চিমবঙ্গ গুজরাত, বিহার, দিল্লি, উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্য।
আরও পড়ুন: ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের টিকা নেওয়ার হার কম, বলছে সমীক্ষা
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)