নিজস্ব প্রতিবেদন: কথায় আছে মরা হাতি লাখ টাকার। এই প্রবাদটি ব্যবহার হতে পারে মৃত পুরুষের জন্যও। কারণ মারা গেলেও একজন পুরুষের বীর্য মরে যায় না। সেই বীর্য জন্ম দিতে পারে আরেকটি নতুন প্রাণকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইলেকট্রোইজাকুলেশন অথবা অন্য কোনও সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে মৃত পুরুষের শরীর থেকে বীর্য বের করা যাবে। এমনকি মারা যাওয়ার ৪৮ ঘন্টা পরও একজন মৃত পুরুষের শরীর থেকে বীর্য বের করে সেটা কাজে লাগানো যাবে। এই আবিষ্কারের পর বিশ্বজুড়ে এবং বিশেষ করে ব্রিটেনের ডাক্তাররা দাবি করছেন যে স্পার্ম ডোনেট করার নিয়মও শুরু করা উচিত।


আরও পড়ুন- পোস্ত খেলে নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল মাত্রা, কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি!


যেভাবে মৃত্যুর আগে মানুষ অঙ্গদান করে যান সেভাবেই বীর্যদানকে নিয়েও নতুন আইন করা উচিত। আসলে ব্রিটেনে স্পার্ম ডোনারের সংখ্যা ভীষণ কম। এতটাই যে ব্রিটেনকে আমেরিকা এবং ডেনমার্ক থেকে বীর্য আমদানী করতে হয়। সমাজে বীর্যদান শুরু হলে গর্ভধারণের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যাবে বলে দাবি ডাক্তারদের।