নিজস্ব প্রতিবেদন: প্রত্যেকদিন সারা বিশ্বে ২ এপ্রিল তারিখটা বিশ্ব অটিজম অ্যাওয়ারনেস ডে হিসেবে পালন করা হয়। অটিজম হল এমন একটা অসুখ, যার কারণে শিশুরা পারস্পরিক সংযোগের ক্ষেত্রে বাকিদের তুলনায় কম সক্ষম হয়, এদের সামাজিক আচরণ দুর্বল হয়। এই অসুখের কারণে শিশুরা একই কাজ বারবার করতে থাকে। এমন অনেক ক্ষেত্রে দেখা যায়, শিশুটি অটিজমে আক্রান্ত, এটা তার বাড়ির লোকজন বুঝতেই পারেনি। ফলে তার টিকিত্‌সাও সঠিকভাবে হয়নি। তাই অটিজমের লক্ষণগুলো জেনে রাখা খুবই জরুরি। কোন কোন লক্ষণ দেখে বুঝবেন শিশুটি অটিজম নামক রোগে আক্রান্ত? জেনে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের বাকিদের সঙ্গে কথাবার্তা বলতে, সংযোগ স্থাপনে সমস্যা হয়। তারা ঘনিষ্ঠ সম্পর্ক চায়, কিন্তু বুঝতে পারে না, সেটা কীভাবে সম্ভব।


২) অটিজমে আক্রান্ত শিশুরা একা থাকতে পছন্দ করে।


আরও পড়ুন : ওবেসিটি অপারেশনে কমাতে পারে কিডনির অসুখের ঝুঁকি


৩) এই সমস্ত শিশুরা যখন দুঃখ পায়, তখন তারা কারও স্বান্তনা চায় না।


৪) অটিজমে আক্রান্ত শিশুরা শরীরের স্পর্শ একেবারেই পছন্দ করে না।


৫) এই সমস্ত শিশুরা নিজেদের এবং আশেপাশের কারও আবেগ বুঝতে পারে না।


৬) কারও সঙ্গে খেলা, কথা বলা কিংবা মনের ভাব আদান প্রদান করা এরা একেবারেই পছন্দ করে না।


৭) এদের কথা বলতেও সমস্যা হয়। শব্দ উচ্চারণ করতে সমস্যা হয়।


আরও পড়ুন : রোজ বাড়ির বাইরে খাচ্ছেন? জানেন কী হতে পারে?