নিজস্ব প্রতিবেদন: ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাবল্য কমলেও শনিবার ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৭। মৃত্যু হয়েছে ৫৪৬ জনের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯৭৭। করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ১৬ জনের। 


শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪৮৩। আক্রান্তর সংখ্যা ছিল ৩৫ হাজার ৩৪২ জন। সেই তুলনায় শনিবার বেশ কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা। যদিও ৪০ হাজারের নীচেই রয়েছে সংক্রমণ পরিসংখ্যান।


আরও পড়ুন, Moderna টিকা নিতে পারবে ১২ থেকে ১৭ বয়সীরা, অনুমোদন ইউরোপের ওষুধ নিয়ামক সংস্থার


তবে করোনা মুক্তের সংখ্যাও অনেকটি স্বস্তিদায়ক। দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫ লক্ষ ৩ হাজার ১৬৬ জন।একদিনে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৮৭ জন। 


এদিকে রাজ্যে এক দিনে মোট ৮৪২ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৯৪২ জন। করোনা কোপে প্রাণ গিয়েছে ১৬ জনের। টিকাকরণও চলছে জোর কদমে। এখনও পর্যন্ত দেশে ৪২.৭৮ কোটিরও বেশি মানুষ করোনা টিকা দেওয়া সম্ভব হয়েছে।