জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ভিব্রিও ভালনিফিকাস'। একধরনের মাংসখেকো বিরল ব্যাকটেরিয়া। সম্প্রতি এই ব্যাকটেরিয়ার সংক্রমণে কানেকটিকাট ও নিউ ইয়র্কে তিন জন মারা গিয়েছেন। দুটি অঞ্চলেরই কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। জানা গিয়েছে, শেলফিসে কিংবা উষ্ণ নোনতা ব্র্যাকিশ ওয়াটারে মিলছে এই ব্যাকটেরিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bubonic Plague: করোনার থেকেও মারাত্মক এই 'ব্ল্যাক ডেথ'! এ থেকেও হতে পারে ভয়ংকর মহামারি...


এই ব্যাকটেরিয়ার হদিশ পাওয়ার পরই একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সিফুড খেয়ে অসুস্থ হয়ে যতজন মারা যান তাঁদের অন্তত ৯৫ শতাংশই মারা যান এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে। যে ব্যাকটেরিয়ার জেরে কলেরা হয়, এই  ভিব্রিও ভালনিফিকাস সেই ব্যাকটেরিয়া ফ্যামিলিরই সদস্য।


কানেকটিকাটের লং আইল্যান্ডে দুটি ভিন্ন জায়গায় সাঁতার কাটতে গিয়ে দুজন এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হন। এ ছাড়া ব়্য অয়েস্টার খেয়ে একই ব্যাকটেরিয়ায় আক্রন্ত হন আর একজন। এই তিন সংক্রমিতেরই বয়স ৬০ থেকে ৮০-র মধ্যে। বুধবার লং আইল্যান্ডের গভর্নর ক্যাথি ঘোষণা করেন, সাম্প্রতিক এই ঘটনার কথা বাদ দিলে একই ব্যাকটেরিয়ায় আরও একজন আক্রান্ত হয়েছিলেন।


কী ক্ষতি করে এই ব্যাকটেরিয়া?


আরও পড়ুন: New COVID Variant: গলা ও মাথা ব্যথা, সঙ্গে হাঁচি? করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত নন তো!


এটি ত্বকে একটা ক্ষত তৈরি করে। কখনও ফুলে গিয়ে ফুসকুড়ি ধরনের কিছু হয়, যা থেকে পরে আলসারও তৈরি হয়ে যেতে পারে। এতে আক্রান্ত হলে জ্বর হয়, ডায়ারিয়া হয়, পেটে ব্যথা হয়, বমিও হয়।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)