নিজস্ব প্রতিবেদন: নখ নিয়ে মানুষ খুব একটা ভাবেন বলে মনে হয় না। তবে নখেও অনেক সমস্যা ঘটে। এবং সে সম্পর্কে আগাম সচেতন থাকলে আপনারই লাভ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যেমন, নখে যদি অন্যরকম কিছু দাগ দেখেন তবে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এর পোশাকি নাম লিউকনিশিয়া। 


কী এই লিউকনিশিয়া?


এতে নখ সাদা হয়ে যায়। প্রথমে নখে সাদা সাদা দাগ দেখা যায়। কারও ক্ষেত্রে এই দাগ বিন্দুর আকারে আসে। কারও কারও ক্ষেত্রে তা বড় বড় দাগের আকারে দেখা যায়। 


কেন হয় এই দাগ?


এটা এক ধরনের অ্যালার্জির ফল। যা নেলপলিশ বা পোলিশ রিমুভার থেকে ঘটতে পারে। 


নেল ফাঙ্গাসের কারণেও এরকম হতে পারে। 


অনেক সময়ে আবার হেরিডেটারি কারণেও এটা হতে পারে। 


আরও পড়ুন: সঙ্কোচ না করে সকালে ঘুম থেকে উঠেই সেরে ফেলতে পারেন এই কাজটি; সারাদিন ফুরফুরে থাকবেন!