নিজস্ব প্রতিবেদন: অনেকেই মনে করেন নিয়মিত নাকে-কানে তেল দেওয়াটা একটা অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস! কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস মোটেই স্বাস্থ্যকর নয়, বরং বাড়িয়ে দিতে পারে একাধিক স্বাস্থ্য সমস্যা! আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশেষজ্ঞরা বলছেন, ধুলোবালির সঙ্গে তেল মিশে সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেয় বহুগুণ। নাকে-কানে ক্রমাগত সরষের তেল দিতে থাকলে ত্বকেরও বারোটা বাজতে শুরু করে। সংক্রমণের ফলে নাক বা কানের ভেতর হঠাৎ ফুলে উঠতে পারে। বাতাসে দূষণে বাড়তে থাকায় কানের মধ্যভাগে জমার ময়লার পরিমাণ বাড়তে থাকে। কানে তেল দিলে ওই ময়লা কানের ওই অংশে আটকে থাকে। ফলে দ্রুত ছড়াতে পারে সংক্রমণ।


আরও পড়ুন: এই পদ্ধতিতে রোজ ৫ মিনিট দাঁড়ালেই কমবে শরীরের বাড়তি মেদ, ওজন!


বিশেষজ্ঞদের মতে, সরষের তেলে থাকে অতিমাত্রায় ইরুসিক অ্যাসিড (প্রায় ৪২ থেকে ৪৭ শতাংশ) যা নাকের ভিতর দিয়ে শরীরে ঢুকলে হার্টে সমস্যা তৈরি করতে পারে। ক্ষতি হতে পারে ফুসফুসেরও। এর থেকে স্কিন অ্যালার্জি, অ্যানিমিয়ার মতো সমস্যাও হতে পারে। তাই ধারণা বদলান। সতর্ক থাকুন, সুস্থ থাকুন।