নিজস্ব প্রতিবেদন: বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তপ্ত রাজ্য-রাজনীতি। কমিশনকে চিঠি দিল স্বরাষ্ট্রমন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের ঘটনার বিবরণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনে রাজ্যে হিংসার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। নির্বাচন কমিশন যাতে কড়া পদক্ষেপ করে, তার আর্জি জানানো হয়েছে। সাত দফার নির্বাচনে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে কমিশনকে চিঠিতে উল্লেখ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। 
প্রসঙ্গত, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বুধবার সকাল থেকেই শহর-রাজ্য জুড়ে বেরিয়েছে ধিক্কার মিছিল। 


''কলেজের গেট বন্ধ ছিল, তৃণমূলের গুণ্ডারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে'', ছবি দেখিয়ে বললেন অমিত শাহ
যদিও বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করান অমিত শাহ। সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, ''ঘটনার সময় কলেজের গেট বন্ধ ছিল। আপনারা ছবিতে দেখতেও পাচ্ছেন গেট বন্ধ ও অক্ষত ছিল। বিজেপির কর্মী সমর্থকরা বাইরে ছিলেন। আমরা সবাই বাইরে ছিলাম। মাঝে পুলিস ছিল। তাহলে কলেজের ভিতরে কারা মূর্তি ভাঙল?'' তিনি অভিযোগ করেন, ''তৃণমূল ভয় পেয়েছে। তৃণমূলের গুণ্ডারাই সমবেদনা আদায়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে মিথ্যা নাটক করছে। ছ'দফার নির্বাচনে ওরা নিজেদের হার বুঝে গিয়েছে। ভোটব্যাঙ্কের জন্যই এসব করছে তৃণমূল।''