নিজস্ব প্রতিবেদন: শুধু শিয়ালদহ ফ্লাইওভারই নয়। অগাস্টে বন্ধ থাকতে পারে শহরের আরও ২ সেতু। সূত্রের খবর, বিজন (গড়িয়া-বালিগঞ্জ) ও অরবিন্দ (খান্না) এই দুই সেতুর স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিসকে চিঠি দিয়েছে কেএমডিএ। জানা গিয়ে অগাস্টে ৭২ ঘণ্টার জন্য বন্ধ রেখে চলবে সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উত্তর ও দক্ষিণের এই দুই ব্যস্ত সেতু দিয়ে প্রচুর যান চলাচল করে। আশঙ্কা, টানা ৩দিন সেতু দুটি বন্ধ থাকলে ব্যাপক যানজটের মুখে পড়তে হতে পারে নিত্যযাত্রীদের। পুলিস সূত্রে খবর, ভোগান্তি এড়াতে তাই বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে। সেতু বন্ধের আগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে পরিবর্তিত রাস্তার বিস্তারিত তথ্য। ৩ দিন সেই রাস্তা দিয়েই যান চলাচল করবে। প্রসঙ্গত, যানজট মোকাবিলা করতে জন্মাষ্টমী অর্থাৎ ছুটির সময়কেই বাছার পরিকল্পনা রয়েছে কেএমডি-এর। অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু এই সময়েই চলবে ২ ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ। 


আরও পড়ুন: টানা ৪ দিন বন্ধ থাকবে শিয়ালদহ ফ্লাইওভার


উল্লেখ্য, সমস্যা এড়াতে পুজোর আগেই সেতুর প্রয়োজনীয় পরীক্ষাগুলি সেরে ফেলতে উদ্যোগী হয়েছে কেএমডিএ।