নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতিতে বেসরকারি স্কুলের টিউশন ফি মকুবের আবেদন করেছিলেন অভিভাবকরা। সেই আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। ২০ শতাংশ ফি কমানোর নির্দেশ দিল আদালতের ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি মকুব করা হল নন-অ্যাকাডেমিক ফি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। পড়াশুনো চলছে ভার্চুয়ালি। কিন্তু স্কুলের ফি যথারীতি একই দিতে হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের সামনে ফি কমানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, স্কুল বন্ধ থাকলেও বেতনে কোনও কাটঁছাট করেনি কর্তৃপক্ষ। অথচ পড়াশুনো চলছে অনলাইনে। এ দিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ফি ২০ % কমাতে হবে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলিকে। তবে যাঁরা ইতিমধ্যেই ফি জমা দিয়েছেন, তাঁরা ফেরত পাবেন না। অনলাইনে পঠনপাঠন হলেও বাসভাড়া, কম্পিউটার, ল্যাব ইত্যাদি নন-অ্যাকাডেমিক ফি নিচ্ছিল স্কুলগুলি। তাও মকুবের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 


অভিভাবকদের আরও সুবিধা দেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখতে একটি ৩ সদস্যের কমিটি গঠন করেছে হাইকোর্ট। ওই কমিটিতে রয়েছেন হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল, মামলাকারীর আইনজীবী ও ব্যারিস্টার তিলক বসু। তবে অভিভাবকদের কতটা সাশ্রয় হল, তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। কারণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শিক্ষাবর্ষ। ৯০ শতাংশ অভিভাবকই স্কুল ফি মিটিয়ে দিয়েছেন। আর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তা ফেরত পাবেন না তাঁরা। 


আরও পড়ুন- বড়সড় সিদ্ধান্ত রেলের, এইসব ট্রেনে থাকবে না নন-এসি স্লিপার কোচ