বড়সড় সিদ্ধান্ত রেলের, এইসব ট্রেনে থাকবে না নন-এসি স্লিপার কোচ
Oct 11, 2020, 20:33 PM IST
1/5
এবার ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে দৌড়বে ট্রেন। এরকম ট্রেনে সাধারণ নন-এসি স্লিপার ক্লাস কোচ থাকবে না। পরিবর্তে তা করা হবে এসি কোচ। এরকমই সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক।
2/5
রেল মন্ত্রকে সূত্রে সংবাদসংস্থার খবর, 'সোনালী চতুর্ভূজে ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৩০-১৬০ কিলোমিটার। যেসব ট্রেন ওই লাইনে চলবে সেইসব ট্রেনে নন-এসি স্লিপার ক্লাস কোচ থাকবে না। সব কোচই হবে এসি।'
photos
TRENDING NOW
3/5
রেল মন্ত্রকের মুখপাত্র ডি জে নারিন বলেন, যেসব ট্রেন ১৩০ বা ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দৌড়বে সেইসব ট্রেনের কোচ সাধারণভাবেই এসি হওয়া প্রয়োজন।
4/5
রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ওইসব ট্রেনের এসি কোচে টিকিটের দাম যাত্রীদের আয়ত্বের মধ্যেই থাকবে। ওইসব ট্রেনে সফরের সময় যেমন বাঁচবে তেমনি বাড়বে আরামও।
5/5
আপাতত দিল্লি-মুম্বই ও দিল্লি-হাওড়া রুটে ওইসব কোচ ব্যবহার চালানো হবে। কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে ওই ধরনের কোচ তৈরি হচ্ছে।