নিজস্ব প্রতিবেদন: ধর্মতলায় সভাস্থলে লোক ধরে রাখতে অদ্ভূত রাস্তা বের করল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জায়গায় তৃণমূল শিবির থেকে ঘোষণা করা হচ্ছে, আজ চিড়িয়াখানা খুলবে ২টো ৩০ মিনিটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-একুশের সমাবেশকে কি ভোগাবে বৃষ্টি? জেনে কী বলছে হাওয়া অফিস


রবিবার নির্দিষ্ট সময়সূচি মতোই খুলেছে চিড়িয়াখানা। তাই তৃণমূলের ওই ঘোষণায় কিছুটা অবাক হয়েছেন অনেকেই। তাহলে কি একুশে জুলাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা?   চিড়িয়াখানা সূত্রে জানা যাচ্ছে, রবিবারও তা খুলেছে নিয়মমাফিক। চিড়িয়াখানার ডিরেক্টর আশিষ সামন্ত জানিয়েছেন, রবিবার ৭টা ৪৫ মিনিটে খুলেছে চিড়িয়াখানা।  




ব্রিগেড কিংবা একুশে জুলাইয়ের সমাবেশে প্রতিবারই দেখা যায় একই চিত্র। সমাবেশে আগত লোকজন সভাস্থল ছেড়ে ঘুরছেন ভিক্টোরিয়া, চিড়িয়াখানা কিংবা বাবুঘাটে। সেই রোগ সারাতে এবার এরকমই রাস্তা বের করল তৃণমূল কংগ্রেস।


আরও পড়ুন-কাউন্সিলর স্ত্রী বিজেপিতে, স্বামী যাচ্ছেন একুশের সমাবেশে, বললেন 'আলাদা ঘরে থাকি এখন'


রবিবার বেলা দশটা নাগাদ দেখা যায় ভিক্টোরিয়ায় জমা হয়েছেন বহু লোকজন। ধর্মতলার সভায় যোগ দেওয়ার আগে তারা একবার ঢুঁ মারছেন ভিক্টোরিয়ায়। রীতিমতো তারা লাইন দিয়েছেন টিকিট কাউন্টারেও।