জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বিজেপি এমন একটা রাজনৈতিক দল যাদের বুদ্ধিটা একেবারে মরূবৃক্ষ। দেউলিয়া বৃক্ষ। একথালা মুড়ি খাব। মুড়িতেও জিএসটি!' ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা থেকে কেন্দ্রকে এভাবেই নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সমর্থকদের মধ্যে থেকে মুড়ি স্টেজে আনিয়ে মমতা বলেন, বিজেপির বন্ধুরা, মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি? মিষ্টিতে জিএসটি, লস্যিতেও জিএসটি, বাতাসাতে কত জিএসটি। লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দেও নইলে বিজেপি বিদেয় নাও। সাফ কথা ভাত খেয়ে মুড়ি খেয়ে আমরা বেঁচে থাকি।


জিএসটি নিয়ে মমতা আরও বলেন, রোগীতেও জিএসটি চাপিয়েছে কেন্দ্র। বেড ভাড়াতেও জিএসটি। মরে গেলে কত জিএসটি? আর মৃতদেহের খাট কিনতে গেলে কত জিএসটি আমি জানতে চাই। আজ টাকার দাম কত? ভুটানের সঙ্গে ব্যবসা বন্ধ হওয়ার মুখে। গ্যাসের দাম কত? ডিজেলের দাম কত? 


কেন্দ্রীয় কর সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স তুলে নিয়ে যায় ওরা। চা, কয়লার ট্যাক্স তুলে নিয়ে যায়। রাজ্যের সেসের উপরে ট্যাক্স বসিয়েছে। সব পাবলিক সেক্টর বন্ধ। লাখ লাখ চাকরি ছাঁটাই হচ্ছে। এখন কী হচ্ছে? অগ্নিপথ। আমি বলি সেনার কোনও বিকল্প নেই। সেনাকে বঞ্চনা করো না। অগ্নিপথ মানে কি পরে যারা আপনাদের ক্যাডার হয়ে কাজ করবে? এসব চলতে পারে না। 


আরও পড়ুন-21 July TMC Shahid Diwas: মোদীর অশ্বমেধের ঘোড়াকে মমতা শুধু রুখেই দেননি তাকে বেঁধেও রেখেছেন: অভিষেক


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)