ওয়েব ডেস্ক : ৪০ দিনে ২৫ লক্ষ টাকা বিল! আবারও বিতর্কে জড়াল অ্যাপোলো হাসপাতাল। গত ১৫ জানুয়ারি ফুসফুসে জল জমার সমস্যা নিয়ে অ্যাপোলোয় ভর্তি হন মালদার বাসিন্দা ভগবতী কেশরি। ১ লক্ষ টাকার মতো খরচ হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপর কেটে গিয়েছে ৪০ দিন। রোগ তো সারেইনি, উল্টে অবস্থার অবনতি হয়েছে। অভিযোগ, অন্য জায়গায় নিয়ে যেতে চাইলেও বাধা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঠিক একইরকমভাবে রোগীকে আটকে রাখার অভিযোগ উঠেছে ডানকুনির সঞ্জয় রায়ের বেলাতেও। বিল সাধ্যের বাইরে চলে যাচ্ছে দেখে, রোগীকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় পরিবার। কিন্তু বকেয়া টাকা না মেটানো পর্যন্ত রোগীকে আটকে রাখার অভিযোগ ওঠে। পরে SSKM-এ মৃত্যু হয় সঞ্জয়ের।


আরও পড়ুন, "নাম পাল্টে কেওড়াতলা অ্যাপেলো সাইনবোর্ড ঝুলিয়ে দেব?"; ফোনেই ধমক, চেনা মেজাজে মদন মিত্র


আরও পড়ুন, কয়েক লাখ টাকা নিয়ে চিকিত্সার নামে প্রহসন, রত্না ঘোষের মৃত্যুতে ফের বিতর্কে অ্যাপোলো