রণয় তেয়ারি: শহরে ফের বস্তাবন্দি দেহ উদ্ধার! এবার কুঁদঘাটে খালে। পুলিস সূ্ত্রে খবর,  দেহটি এক যুবতীর। যাঁর বয়স আনুমানিক পঁচিশ-ত্রিশের আশপাশে। মৃতের পরিচয় কী? কীভাবে মৃত্যু? দেহ খালের জলে-ইবা ভেসে এল কীভাবে? খতিয়ে দেখছে পুলিশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Mamata Banerjee:'লাইনে চলুন, বেলাইন হবেন না', শপথ-সংঘাতে রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর!


স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে তখন প্রায় দেড়টা। এদিন দুপুরে রিজেন্ট পার্ক থানার শান্তিনগর এলাকার খালে কুঁদঘাটের দিকে একটি সাদা রংয়ের প্লাস্টিকে বস্তা ভেসে আসতে দেখেন এলাকার লোকজন। বস্তার মুখটি সেলাই করা ছিল। এরপর যখন সেই সেলাইয়ের একাংশ খোলা হয়, তখন চুল বেরিয়ে আসে! খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও বিপর্যয় মোকাবিলা দলও। খাল থেকে উদ্ধার করা হয় বস্তাবন্দি দেহ!



আরও পড়ুন:  Abhishek on Budget 2024: 'বাজেটে শুভেন্দুর যো হামারে সাথ, হাম উনকে সাথ-ই বটে!' কটাক্ষ অভিষেকের...


পুলিস সূত্রে খবর, বস্তায় যে দেহটি ছিল, সেই দেহে পচন ধরে গিয়েছে। মৃত তরুণীর পরনে ছিল মলা টি-শার্ট, কালো প্য়ান্ট। পায়ে নেল পলিস। প্রাথমিক তদন্তে অনুমান, দু-একদিন আগেই ওই তরুণীকে খুন করা হয়েছে। দেহ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে বাঙুর হাসপাতালে। কার দেহ, কোথা থেকে এল? খোঁজ খবর শুরু করেছে পুলিস।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)