নিজস্ব প্রতিবেদন: বিদ্যুতের খরচ বাঁচানোর  জন্য জলের রিজার্ভারের ঢাকনা খুলে কাজ করছিলেন মা। পাশে খেলা করছিল তাঁর দেড় বছরের মেয়ে। কাজের ফাঁকে আর মেয়ের ওপর চোখ রাখতে পারেননি। রিজার্ভারের মধ্যে পড়ে মৃত্যু হল দেড় বছরের কন্যাসন্তানের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পর্ণশ্রীর আদর্শনগর এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সোমবার সকালে  বাড়ির রিজার্ভারের ঢাকনা খুলে জল তুলে কাজ করছিলেন অর্পিতা তালুকদার।  পরে ঢাকনা খুলে রেখেই ঘরে রান্না করতে চলে যান তিনি। 


আরও পড়ুন: বড় ঘোষণা: জমি হস্তান্তরে মিউটেশন এবার অনলাইনেই


সেই সময় অর্পিতার দেড় বছরের মেয়ের খেলার বল পড়ে যায় রিজার্ভারের মধ্যে।  সেই বল তুলতে গিয়ে জলে পড়ে যায় শিশুটিও।  আধ ঘণ্টা ধরে তাকে খোঁজ করা হয়। পরে দেখা যায়, রিজার্ভারের জলে ভেসে রয়েছে শিশুটি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।