নিজস্ব প্রতিবেদন: সল্টলেক সেক্টর ফাইভ-র এসডিএফ (SDF) মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে সাইকেল-আরোহীর মৃত্যু। বাসটিকে আটক করেছে পুলিস। চালক পলাতক। মৃত সাইকেল আরোহীর নাম সুভাষ প্রামানিক। নিউটাউন (New Town) থাকদারি (Thakdari) এলাকার বাসিন্দা তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সকালে বারাসাত বি গার্ডেন রুটের বাস যখন এসডিএফ মোড়ে যাত্রী নামিয়ে এগোচ্ছিলেন সেই সময় আচমকা এক সাইকেল আরোহী সামনে চলে আসে। এরপর এই বাসের চাকায় পিষ্ট হয়ে যায় ওই সাইকেল আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাসটিকে আটক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স (Electronics Complex) থানার পুলিস। ওই সাইকেল মৃতদেহ বিধাননগর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হলেও পলাতক বাসের চালক।


আরও পড়ুন: Trinamool Congress: বুধবার সাংগঠনিক নির্বাচন তৃণমূলে, আবার দলের শীর্ষে মমতা!


আরও পড়ুন: Metro Rail Update: বাড়ছে মেট্রোর সময়সীমা, বাড়বে ট্রেনের সংখ্যা


এই নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনা ঘটল এসডিএফ মোড়ের কাছে। এর আগে বাস থেকে নামার সময় পরে গিয়ে বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক যাত্রীর। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)