Metro Rail Update: বাড়ছে মেট্রোর সময়সীমা, বাড়বে ট্রেনের সংখ্যা

Feb 02, 2022, 09:55 AM IST
1/5

বাড়ছে সময়

increase in time

বাড়ল মেট্রো রেলের পরিষেবার সময়সীমা। বাড়বে মেট্রো রেলের সংখ্যাও।  

2/5

কখন ছাড়বে শেষ ট্রেন?

when eill the last train leave

দক্ষিণেশ্বর থেকে রাত ৮টা ৪০ এর পরিবর্তে শেষ ট্রেন ছাড়বে ৯টা ১৮ মিনিটে। কবি সুভাষ থেকে শেষ ট্রেন রাত ৯টার পরিবর্তে ছাড়বে রাত ৯.৩০ মিনিটে। 

3/5

কতগুলি ট্রেন চলবে?

how many trains will run

স্বাভাবিক সময়ে কর্তৃপক্ষ দৈনিক ২৮৮ ট্রেন চালাত। বুধবার থেকে প্রায় তার সমসংখ্যক ট্রেন চালাবে তারা। এই দিন থেকে ২৭৬ টি ট্রেন চালাবে তারা। এরই সঙ্গে মঙ্গলবার থেকে ফের শুরু হয়েছে টোকেন পরিষেবা। 

4/5

কেন বাড়ল সময়

why did the timing change

নৈশ কারফিউ-এর সময় রাত ১০টার বদলে শুরু হবে রাত ১১ টা থেকে এবং তা চলবে সকাল ৫টা অবধি। এর সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রো পরিষেবার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আধ ঘণ্টা।  

5/5

পরিবর্তন নেই সূচিতে

timings will not change

সকালে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টায়। সেই নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না। এমনকি রবিবার সকাল ১০টাতেই ছাড়বে ট্রেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সূচিতেও হচ্ছে না কোনও পরিবর্তন।