নিজস্ব প্রতিবেদন: চলন্ত ট্রেনে তরুণীর 'শ্লীলতাহানি'। তাও আবার মহিলার কামরায়! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে আটক করল GRP। ফেসবুক লাইভের ফুটেজ দেখে শনাক্ত করা হল তাকে। পুলিস সূত্রে খবর, অপরাধ স্বীকারও করেছে ওই যুবক। আগামিকাল, রবিবার ধৃতকে পেশ করা হবে আদালতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা দিয়েছে, ধৃতের নাম সঞ্জয় কুমার সাউ। বাড়ি, উত্তর ২৪ পরগনার খড়দহের রহড়া বাজার কল্যাণনগর অঞ্চলে। কলকাতার কাশীপুরে খালাসির কাজ করে সে। এর আগে অপরাধমূলক কাজ করেছে বেশ কয়েকবার। এদিন সন্ধ্যায় যখন দমদম থানা এলাকায় ঘোরাঘুরি করছিল, তখন ধরা পড়ে সঞ্জয়। তাকে আটক করে দমদম স্টেশনের GRP।


আরও পড়ুন: ‘Sextortion’: মুম্বইয়ে 'ধর্ষণ করে ব্ল্যাকমেল'! কলকাতায় পাকড়াও দম্পতি


ঘটনাটি ঠিক কী? শুক্রবার সন্ধ্য়ায় ব্যাক্তিগত কাজে শান্তিপুরের ফুলিয়ায় গিয়েছিলেন বেহালার বাসিন্দা বছর চব্বিশের এক তরুণী। সন্ধে ৬টার মধ্যে কাজ মিটে গিয়েছিল। ডাউন শিয়ালদহ লোকালে ফিরছিলেন তিনি। মহিলা কামরাতেই উঠেছিলেন। কিন্তু এতটাই ক্লান্ত ছিলেন যে, চলন্ত ট্রেনে ঘুমিয়ে পড়েন ওই তরুণী। তাঁর দাবি, ট্রেন যখন দমদম স্টেশনে ঢুকছে, তখন অস্বস্তিকর স্পর্শে ঘুম ভেঙে যায়। দেখেন, ফাঁকা কামরায় এক ব্যক্তি শ্লীলতাহানি করার চেষ্টা করছেন! এমনকী, বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি রীতিমতো মারধর করে বলেও অভিযোগ। 



আরও পড়ুন: Ultadanga: মেয়ের নগ্ন ভিডিও তুলে ফেসবুকে 'আপলোড', ২ লক্ষ টাকা চেয়ে 'হুমকি'; অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করল মা


তারপর? কামরায় বসে ফেসবুক লাইভ করতে শুরু করেন ওই তরুণী। আর তাতেই কিছুটা পিছু হটে অভিযুক্ত। শুধু তাই নয়, ফেসবুকে তার ছবি প্রকাশ্যে চলে আসে। শেষপর্যন্ত ট্রেনটি শিয়ালদহে ঢোকার মুখে পালিয়ে যায় সে। এদিকে শিয়ালদহ স্টেশনে নামার পর GRP-তে অভিযোগ জানান ওই তরুণী। অবশেষে আটক করা হল অভিযুক্তকে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)