নিজস্ব প্রতিবেদন: উচ্চ মাধ্যমিকে গার্ড দিতে স্কুলে যাচ্ছিলেন। মাঝ-রাস্তায় শিক্ষিকাকে পিষে দিল বাস। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না। মৃত্যু হল তাঁর। দুর্ঘটনার ঘটল দক্ষিণ কলকাতার তারাতলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মৃতের নাম লিপিকা পাটোয়ারি। বাড়ি, বেহালার আরকেডিয়া এলাকায়। সন্তোষপুরের কাঁকলি গার্লস হাইস্কুলের শিক্ষিকা ছিলেন তিনি। উচ্চ-মাধ্যমিক পরীক্ষার প্রথমদিনে স্বামী সঙ্গে বাইকে চড়েই স্কুলে রওনা হন লিপিকা। 


আরও পড়ুন: Dumdum Airport: কলকাতা বিমানবন্দরে উদ্ধার বিপুল পরিমাণ হেরোইন, গ্রেফতার ৩


দুর্ঘটনা ঘটল কীভাবে? পুলিস সূত্রে খবর, তারাতলায় নেচার পার্কের কাছে পিছন থেকে একটি বাস ধাক্কা দেয় বাইকে। রাস্তায় ছিটকে পড়েন স্বামী-স্ত্রী দু'জনেই। এরপর বাসটি লিপিকাকে পিষে দিয়ে চলে যায়। হাসপাতালে নিয়ে গেলে ওই স্কুল শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে, স্বামীর আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে।



করোনা আতঙ্ক কাটিয়ে ফের খাতায়-কলমে পরীক্ষা। স্রেফ মাধ্যমিক নয়, গত বছরের নভেম্বর উচ্চমাধ্য়মিকের নির্ঘন্টও ঘোষণা করা হয়।  শনিবার থেকে শুরু হল পরীক্ষা। এবারই প্রথম নিজেদের স্কুলেই পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)