নিজস্ব প্রতিবেদন: রাজ্যে তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর বিজেপি শিবিরে ভাঙনের শব্দ প্রকট। এবার ধাক্কা কংগ্রেসেও!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সেই ৫ এপ্রিলের পর রাজ্যে COVID সংক্রমণ ২ হাজারের নীচে, মৃতের সংখ্যা ৫০-র কম


সোমবার বিকেলে আচমকাই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) অফিসে হাজির হন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিত্ মুখোপাধ্যায়। রাজ্য রাজ্যনীতিতে জোর জল্পনা, তৃণমূলেই যোগ দিতে পারেন প্রণবপুত্র। এদিনে বেশ কিছুক্ষণ বৈঠক হয় তাদের মধ্যে।


উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফলে পর তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ছে অভিজিত্ মুখোপাধ্যায়ের। সপ্তাহ খানেক আগে জঙ্গিপুরে প্রণবপুত্রের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতা। গত ৯ জুন জঙ্গিপুরে অভিজিতের(Abhijit Mukerjee) সঙ্গে সাক্ষাত করেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান ও সাবিনা ইয়াসমিন, মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের-সহ একাধিক নেতা।


আরও পড়ুন-কেন নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য, জানতে চেয়ে হাইকোর্টে মামলা Suvendu-র 


ওই সাক্ষাতের পরই জেলায় জল্পনা ছিল অভিজিতের তৃণমূলে যোগদানের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে।  তবে গতবার গোটা বিষয়টা সৌজন্য বলেই উড়িয়ে দিয়েছিলেন অভিজিত্। এবার আজ খোদ অভিষেকের সঙ্গে সাক্ষাত।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)