অর্ণবাংশু নিয়োগী: ইডির নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আগামী ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত তাঁকে যেন ডাকা না হয়। চোখের চিকিৎসার জন্য তাঁকে দুবাই যেতে হবে। এই মর্মে ইডিকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু অভিযোগ, ইডি তাঁকে জানায় যে বিদেশ যাওয়া চলবে না। দেশ ছাড়া যাবে না। ইডির সেই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়েই হাইকোর্টে আর্জি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চে আবেদন করেছেন তিনি। 


আবেদনে অভিষেকের বক্তব্য, তাঁর কিছু করার নেই। তাঁকে চিকিৎসার জন্য দুবাই যেতেই হবে। তাই তাঁকে যেন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়। আবেদনের ভিত্তিতে মামলাটি গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার দুপুর ২টোয় শুনানি।


আরও পড়ুন, KK Death Post Mortem Report: বাঁ আর্টারিতে ৭০ শতাংশ ব্লকেজ? কেকে'র ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য


Dilip Ghosh on KK Death: "চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, এটা হত্যা", কেকে'র মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ


Abhishek Banerjee: 'স্বতঃপ্রণোদিত পদক্ষেপের প্রয়োজন নেই', অভিষেকের বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)