জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'নজর ঘোরাতেই ইন্ডিয়া VS ভারত বিতর্ক তৈরি করছে বিজেপি'। সোশ্যাল মিডিয়ায় এবার তোপ দাগলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, 'নজর দেওয়া হোক আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, দ্রুতগতির মুদ্রাস্ফীতিতে। নজর দেওয়া হোক সাম্প্রদায়িক হিংসা, বেকারত্ব, সীমান্ত সমস্যার দিকে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mamata to attend G20 dinner: 'ভারত' বিতর্কের মাঝেই রাষ্ট্রপতির জি-২০ নৈশভোজে মমতা!


মোদী জমানায় বদলে গিয়েছে দেশের বহু গুরুত্বপূর্ণ রাস্তা, শহর, এমনকী, রেলস্টেশনের নামও। এবার নজর দেশের নামের দিকে! আগামী ১৮ সেপ্টেম্বর বসতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। রাজনৈতিক মহলে জোর জল্পনা, সেই অধিবেশনেই আমাদের দেশের নাম ইংরেজিতে ইন্ডিয়ার বদলে ভারত করার প্রস্তাব করা হতে পারে। গতকাল, বুধবারই বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।


 



এদিকে আশিয়ান সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের সরকারি নোটেও ইংরেজি লেখা, 'প্রাইম মিনিস্টার অব ভারত'। কেন দেশের নাম বদল? বিজেপিকে নিশানা করলেন অভিষেক।


 



.এর আগে, দেশের নাম পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, 'আমি শুনলাম ইন্ডিয়া-র নাম বদল করে দিচ্ছে। জি ২০-র ডিনারের জন্য মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে তাতে লেখা রয়েছে 'ভারত'। আরে ভারত তো আমরা বলি। এতে নতুনত্বের কী আছে? ইংরোজিতে বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন। হিন্দিতে বলে ভারত কা সংবিধান। কিন্তু ইন্ডিয়া নামে গোটা বিশ্ব আমাদের চেনে। হঠাত্ এমন কী হল যে দেশের নামটাও বদল হয়ে যাচ্ছে? হয়তো একদিন রবি ঠাকুরের নাম বদল হয়ে যাবে? বিশ্ববিদ্যালয়, বড়বড় ঐতিহাসিক সৌধগুলির নাম চেঞ্জ করে দিচ্ছে। ইতিহাস বদল করে দিচ্ছে'।


আরও পড়ুন:  WB Governor: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার, মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপালের



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)