Mamata to attend G20 dinner: 'ভারত' বিতর্কের মাঝেই রাষ্ট্রপতির জি-২০ নৈশভোজে মমতা!

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা এই নৈশভোজের আমন্ত্রণ পত্র থেকেই বিতর্কের সূত্রপাত। জি ২০ সম্মেলন উপলক্ষ্যে ডিনারের যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সেখানে 'প্রেসিডেন্ট অব ইন্ডিয়া'-র পরিবর্তে 'প্রেসিডেন্ট অব ভারত'-এর তরফে আমন্ত্রণ করা হয়েছে। 

Updated By: Sep 6, 2023, 03:33 PM IST
Mamata to attend G20 dinner: 'ভারত' বিতর্কের মাঝেই রাষ্ট্রপতির জি-২০ নৈশভোজে মমতা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ভারত' বিতর্কের মধ্যেই রাষ্ট্রপতির জি-২০ নৈশভোজে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ৯ সেপ্টেম্বর নৈশভোজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা এই নৈশভোজের আমন্ত্রণ পত্র থেকেই বিতর্কের সূত্রপাত। জি ২০ সম্মেলন উপলক্ষ্যে ডিনারের যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সেখানে 'প্রেসিডেন্ট অব ইন্ডিয়া'-র পরিবর্তে 'প্রেসিডেন্ট অব ভারত'-এর তরফে আমন্ত্রণ করা হয়েছে। আর এই নিয়েই বিতর্কের সূত্রপাত। তবে কি ইংরেজিতে দেশের নাম 'ইন্ডিয়া' বদলে 'ভারত' করতে চলেছে কেন্দ্র? উসকে উঠেছে বিতর্ক। শুরু হয়েছে জোর জল্পনা। 

শোনা যাচ্ছে, সংসদে যে বিশেষ অধিবেশন বসতে চলেছে আগামী ১৮ সেপ্টেম্বর, সেই বিশেষ অধিবেশনেই দেশের নাম ইংরেজিতে 'ইন্ডিয়া' থেকে বদলে হতে চলেছে 'ভারত'। এমনই প্রস্তাব আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, ইতিমধ্যেই দেশের বহু গুরুত্বপূর্ণ রাস্তা, শহর, রেল স্টেশনের নাম বদল করেছে কেন্দ্র ও একাধিক রাজ্য সরকার। এবার মোদী সরকারের নজর দেশের নামের দিকে। শুধু যে জি ২০ সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতির ডিনারের আমন্ত্রণপত্রে 'ভারত' লেখা হয়েছে, এমনটাই নয়। তার পাশাপাশি, এবার আসিয়ানেও 'ভারত'!  প্রধানমন্ত্রী মোদীর ইন্দোনেশিয়া সফর উপলক্ষ্যে সরকারি নোটে লেখা হয়েছে 'প্রাইম মিনিস্টার অব ভারত'। ইন্ডিয়া নয়। আসিয়ানে যোগ দিতে আজ ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়া সফরের সেই সরকারি নোটে লেখা হয়েছে 'প্রাইম মিনিস্টার অব ভারত'। প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া নয়। 

এই সব কিছুর থেকেই এটা একপ্রকার স্পষ্ট যে, দেশের নাম ইংরেজিতে 'ইন্ডিয়া' থেকে বদলে 'ভারত' করার দিকে এগোচ্ছে কেন্দ্র। আর দেশের এই নাম পরিবর্তন ইস্যুতে  তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গতকাল শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ইন্ডিয়া-র নাম বদল করে দিচ্ছে আমি শুনলাম। জি ২০-র ডিনারের জন্য মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে তাতে লেখা রয়েছে 'ভারত'। আরে ভারত তো আমরা বলি। এতে নতুনত্বের কী আছে? ইংরোজিতে বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন। হিন্দিতে বলে ভারত কা সংবিধান। আমরা তো বলি-'ভারত আমর ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো।' কিন্তু ইন্ডিয়া নামে গোটা বিশ্ব আমাদের চেনে। হঠাত্ এমন কী হল যে দেশের নামটাও বদল হয়ে যাচ্ছে? ইতিহাস বদল করে দিচ্ছে।' নাম বদল বিতর্কে টুইটে কড়া ভাষায় তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। তিনি লিখেছেন-

প্রসঙ্গত, দেশের নাম বদল করে 'ভারত' করার দাবি বেশ পুরনো। আরএসএস এই নিয়ে বহুদিন থেকেই দাবি করে আসছে।  আরএসএস প্রধান মোহন ভাগবতও বহুবার এই নিয়ে সওয়াল করেছেন। সম্প্রতি গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন,' আমাদের দেশের নাম বহুদিন থেকেই হল ভারত। ভাষা যা-ই হোক, দেশটার নাম ভারত-ই হওয়া উচিত।' এদিকে 'ভারত' বিতর্ক উসকে উঠতেই সরব হয়েছেন বিরোধীরা। জয়রাম রমেশ তোপ দেগেছেন, 'এখন থেকে সংবিধানের ১ নম্বর ধারা  এভাবে পড়তে হবে, একসময় ছিল ইন্ডিয়া। এখন হয়েছে ভারত। এটি হবে প্রদেশগুলির ইউনিয়ন।' যদিও বিরোধীদের বিরোধিতার মুখে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকর দাবি করেছেন, "সংবিধানেই 'ভারত' শব্দটির উল্লেখ রয়েছে। সংবিধানে লেখা, 'ইন্ডিয়া যা হচ্ছে ভারত।' তাই এটা সংবিধানেই রয়েছে।'ভারত'-ই হচ্ছে আমাদের মুখ্য পরিচয়। রাষ্ট্রপতিও এই 'ভারত'কে গুরুত্ব দিয়েছেন। ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ।'

আরও পড়ুন, WB Governor: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার, মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপালের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.