শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: উত্তরবঙ্গ সফর সেরে রাজ্যপাল এখন দিল্লিতে। 'সারারাত এখানেই বসে থাকবে', রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Justice Abhijit Ganguly: 'UGC-র নির্ধারিত যোগ্যতা নেই', প্রিন্সিপালকে সরানোর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


দিল্লিকাণ্ডে আঁচ এবার কলকাতায়। রাজভবনে অভিযানে তৃণমূল। এদিন সকালে রবীন্দ্রসদন থেকে মিছিল করে রাজভবনে পৌঁছন দলের কর্মী-সমর্থকরা।  হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে একেবারেই সামনে সারিতেই ছিলেন অভিষেক। প্ল্য়াকার্ডে লেখা, 'লাঠি খাই, গুলি খাই। ২০ লক্ষ গবিরের ন্যায্য দাবিতে আদায়ে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে'।


এদিকে রাজভবনে নেই রাজ্যপাল। আজ, বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন সিভি আনন্দ বোস। বন্য়াকবলিত এলাকা পরিদর্শনের পর চলে গিয়েছেন দিল্লিতে। তাহলে? রাজভবনের সামনে ধরনায় বসেছেন অভিষেক।


সন্ধ্যায় ধরনামঞ্চ থেকে অভিষেক বলেন, 'আমার কাছে যতদূর খবর ছিল, রাজ্য়পালের চার তারিখ কলকাতায় আসার কথা ছিল। আমাদের কর্মসূচি ঘোষণা পরে বিভিন্ন গ্রুপে মেসেজ করা হয় যে, রাজ্য়পাল কলকাতায় ফিরছেন না। ৪ তারিখ দিল্লিতে তিনি ফিরবেন। এবং তারপরে তিনি কলকাতায় ফিরতে পারেন। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম। আমরা আশা করেছিলাম যে, ৪ তারিখ রাজ্যপাল কলকাতায় ফিরবেন এবং আমাদেরকে দেখা করার সুযোগ দেবেন'।


অভিষেক জানান, 'আমরা একটি ই-মেল রাজ্য়পালের অফিসে গতকালকে পাঠাই। সকাল বেলা একটি উত্তর আসে। রাজ্যপাল হঠাৎ করে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে তিনি শিলিগুড়িতে আছেন। মেলটা আসে ডেরেকের কাছে। আমি ডেরেককে বলি, আপনি দেখুন, উনি যদি ২-৪ দিন শিলিগুড়ি থাকেন, আমরা যেতে পারি। অসুবিধা নেই'। তাঁর প্রশ্ন, '২ ঘণ্টায় বন্যার কী পরিস্থিতি পরিদর্শন হয়? আপনি সকালবেলা এলেন, বন্য়া পরিস্থিতি পরিদর্শন করে দিল্লি ফিরে গেলেন। বাংলার রাজ্যপাল! রাজভবন খালি'।


এর আগে, বকেয়া আদায়ের লক্ষ্যে দিল্লিতে গিয়ে 'হেনস্থা'র মুখে তৃণমূল সাংসদ, বিধায়করা। কীভাবে? কৃষিভবনে সাক্ষাতের সময় দিয়েও দেখা করেননি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। প্রায় ঘণ্টা দুয়েক এ রাজ্যের শাসকদলের প্রতিনিধিদের বসিয়ে রেখে পালিয়ে যান তিনি! শেষে যখন কৃষিভবনে ধরনায় বসেন অভিষেক, কল্যাণ, মহুয়ারা, তখন তাঁদের রীতিমতো টেনে হিঁচড়ে বের দেয় পুলিস। ৩ টি বাসে করে নিয়ে যাওয়া হয়  উৎসব সদন পুলিস লাইনে। রাতে অবশ্য ছাড়া পান সকলেই।


আরও পড়ুন:  WATCH: সেক্টর ফাইভে উলটে গেল যাত্রীবোঝাই বাস! দেখুন ভয়ংকর দুর্ঘটনার হাড়হিম ফুটেজ



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)