WATCH: সেক্টর ফাইভে উলটে গেল যাত্রীবোঝাই বাস! দেখুন ভয়ংকর দুর্ঘটনার হাড়হিম ফুটেজ
রাস্তার অপর পাড়েই দাঁড়িয়েছিলেন ২ জন মোটর বাইক আরোহী। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তাঁরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তখন সবে দিনের ব্যস্ততা শুরু হতে যাচ্ছে। সেইসময়ই তথ্যপ্রযুক্তি তালুক সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ে ঘটে ভয়ংকর এক দুর্ঘটনা। একটি এসইউভি-কে ধাক্কা মেরে রাস্তার উপর উলটে গেল যাত্রীবোঝাই বাস। বাসে যাত্রীরা ছিলেন। দুর্ঘটনায় কমবেশি আহত হন অনেকে।
টেকনোপলিসের দিক থেকে ওয়েবেল মোড়ের দিকে যাচ্ছিল একটি ছাই রঙের এসইউভি। ঠিক সেইসময় গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে কলেজ মোড়ের দিকে দ্রুত গতিতে ছুটে আসে একটি বেসরকারি বাস। বাসটি ছুটে এসেই ধাক্কা মারে এসইউভিটিকে। ধাক্কা মেরেই কলেজ মোড়ে উলটে যায় বাসটি। ভয়াবহ সেই দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে। ক্যামেরাবন্দি সেই ফুটেজ দেখুন-
3rd Oct, 2023. Kolkata Sector 5 bus accident pic.twitter.com/nbNQuAL0jC
— Saddam Hossain (@bestheart0027) October 4, 2023
খুব সকালের দিকে দুর্ঘটনাটি ঘটায়, প্রাণহানি ঘটেনি। দিনের ব্যস্ত সময়ে, অফিসটাইমে এঘটনা ঘটলে, তার পরিণতি যে কী হত, ভাবলেই শিউরে উঠতে হয়। বাসে ছিলেন মোট ৩০ জন যাত্রী। দুর্ঘটনার জেরে আহত হন বাসের চালক সহ ১০ জন যাত্রী। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার এই সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
রাস্তার অপর পাড়েই দাঁড়িয়েছিলেন ২ জন মোটর বাইক আরোহী। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তাঁরা। অভিযোগ, সিগন্যাল লাল ছিল তখন। বাসটি সিগন্যাল ভেঙে এগিয়ে আসে। অত্যন্ত দ্রুতগতিতে ছিল বাসটি। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। পুলিস এসে ক্রেনের সাহায্য়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরানোর পর ট্রাফিক আবার স্বাভাবিক হয়।
আরও পড়ুন, Sikkim Flash Flood: মাটির ভিতর থেকে বেরচ্ছে গাড়ি, ভয়াল তিস্তার ধ্বংসলীলার ছবি দেখে আঁতকে উঠতে হয়!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)