নিজস্ব প্রতিবেদন : আবারও পার্কের জয় রাইডে বিপত্তি। ১২ ফুট উঁচু স্লাইডিং রাইড থেকে পড়ে গিয়ে জখম হল ৪ বছরের এক শিশু। আহত শিশুর নাম  নৈঋৎ বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে নিউটাউনের ১২ নাম্বার ট্যাঙ্ক লাগোয়া চিলড্রেন পার্কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, রাজারহাটের বাসিন্দা সঞ্জয় বন্দ্যোপাধ্যায় রবিবার ছুটির দিনে ছেলে নৈঋতকে নিয়ে পার্কে ঘুরতে আসেন। সেখানে স্লাইডিং রাইডে ওঠে শিশুটি। তার কিছু পরই কেউ পড়ে যাওয়ার আওয়াদ পান সঞ্জয় বাবু। তাতেই ছুটে গিয়ে সঞ্জয় বাবু দেখেন, তাঁর ছেলে নৈঋৎ পড়ে রয়েছে। তবে অল্পের জন্য বড় বিপদ এড়ানো গিয়েছে। বেশ খানিকটা চোট লাগে ওই শিশুর।


আরও পড়ুন, 'সিদ্ধান্ত প্রত্যাহার করুক, নইলে আমি আমার এক্তিয়ার প্রয়োগ করব', যাদবপুর ইস্যুতে বললেন রাজ্যপাল


অভিযোগ, স্লাইডিং রাইডটিতে কোনও গার্ড রেল ছিল না। রাইডে ওঠার পর শিশুরা সবাই যেখানে গিয়ে দাঁড়ায়, সেখানে গার্ড রেল না থাকার ফলেই এই বিপত্তি ঘটে। আর এর ফলেই প্রশ্ন উঠছে পার্ক কর্তৃপক্ষের নজরদারি ব্যবস্থা নিয়ে। প্রশ্ন উঠছে, রাইডে যে গার্ড রেল নেই, সেটার কেন কিছু ব্যবস্থা নেওয়া হল না? ওই উচ্চতায় এক জায়গায় অনেক বাচ্চারা দাঁড়ালে ধাক্কাধাক্কি হতে পারে জেনেও কেন গার্ডরেল দেওয়া হয়নি?