নিজস্ব প্রতিবেদন: রাতের শহরে ফের দুর্ঘটনা। আবারও সেই মা উড়ালপুল। নিয়ন্ত্রণ হারিয়ে এবার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। চালক কি মদ্যপ ছিলেন? খতিয়ে দেখছে  পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, এদিন রাতে মা উড়ালপুল পেরিয়ে চিংড়িঘাটার দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। গাড়িতে চালক একাই ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। উড়ালপুলের উপর একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করা হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল? চালক কি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন? তদন্তে নেমেছে পুলিস। দুর্ঘটনা কারণ জানতে সিসিটিভি ফুটেজ ও স্পিড মিটার খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: খোলা হল ব্যানার, হোর্ডিং, বন্যা নিয়ন্ত্রণে লকডাউন বিধি শিথিল, প্রস্তুত প্রশাসন


শহরের অন্যতম ব্যস্ততম উড়ালপুল এই মা ফ্লাইওভারে। কিন্তু এই উড়ালপুলে দুর্ঘটনাও ঘটে হামেশাই। কয়েক মাস  আগেই বাইক থামিয়ে কথা বলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন বাইক আরোহী। অ্যাপ ক্যাবের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। প্রাণে রক্ষা পান বরাতজোরে।


আরও পড়ুন: ইয়াসের মোকাবিলায় ওয়ার্ক ফ্রম হোম Firhad-র, হাসপাতালেই Madan-Subrata