নিজস্ব প্রতিবেদন: টলিউডের আরও এক অভিনেত্রীকে দলে টানল বিজেপি। ২১ জুলাই ধর্মতলায় মমতার সমাবেশের পর বিজেপির রাজ্য দফতরে গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র। তাঁর হাতে পদ্ম পতাকা হাতে তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৮ জুন দল বেঁধে বিজেপিতে যোগ দেন এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী। দিল্লির সদর দফতরে বিজেপির সদস্যপদ নেন পার্নো মিত্র, অঞ্জনা বসু, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, অরিন্দম হালদার (লামা), ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র ও রূপাঞ্জনা মিত্র।




এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অঞ্জনা বসুকে বহুবার যোগদান করানো দেখিয়েছে বিজেপি। ভোটের প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে। অথচ সেই অভিনেত্রীকেই আরও একবার যোগদান করানো হল। 


মমতার দাবি অস্বীকার করে দিলীপ ঘোষ দাবি করেন, অঞ্জনা বসু দীর্ঘদিন ধরে বিজেপি করছেন। উনি যোগ দেননি। অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে গিয়েছিলেন অঞ্জনাদেবী। 


এদিন একুশের মঞ্চে মমতা অভিযোগ করেন, ভোটের পর শতাব্দী আমাকে ফোন করে বলেছেন, ইডি আবার ডেকেছে। শুধু শতাব্দী নয়, ঋতুপর্ণা, প্রসেনজিতকে ডেকেছে। ডেকে বলছে অমুক বিজেপি নেতার সঙ্গে কথা বলো। কোন সিবিআই অফিসার এমনটা বলেছে, নাম বলুন, আমরাও জানতে চাই, পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।     


আরও পড়ুন- মমতা ব্যানার্জিরই দাম ২ কোটি টাকা নয়, কেউ কিনবে না: দিলীপ