ওয়েব ডেস্ক : অন্যের কথায় নাচছেন মানস ভুঁইঞা। PAC বিতর্কে অভিযোগ করলেন অধীর চৌধুরী। মানস ভুঁইঞার SMS পাননি বলেও দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মানসকে নিয়ে সিদ্ধান্ত ছেড়েছেন দিল্লির ওপর। অধীরের নজরে এখন পঞ্চায়েত ভোট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কখনও তাঁর নিশানায় অধীর চৌধুরী, কখনও আবদুল মান্নান। সাতদিন ধরে তোপ দেগেই চলেছেন মানস ভুঁইঞা। মানসের দাবি অধীরকে তিনি SMS পাঠিয়েছেন। অধীর চৌধুরীর দাবি, তিনি কোনও SMS পাননি। আবার মানসের একের পর এক অভিযোগের জবাব দিতেও রাজি নন প্রদেশ কংগ্রেস সভাপতি।কারণ তিনি মনে করেন, মানস ভুঁইঞাকে কেউ নাচাচ্ছেন।


আরও পড়ুন-PAC বিতর্কে অধীরকে এবার কড়া SMS মানস ভুঁইঞার


কে নাচাচ্ছে? কোন দল পিছনে রয়েছে? এসব অবশ্য খোলসা করতে চাননি অধীর। মানসের কাছে তাঁর একটাই প্রস্তাব, যা বলার দিল্লিতে গিয়ে বলুন। বৃহস্পতিবার স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় কংগ্রেস। যেহেতু বিধাননগরে বিক্ষোভ, উঠে আসে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। সভাতে দাঁড়িয়েই অধীর জানান, এর বিরুদ্ধে রাজ্যজুড়ে বিক্ষোভ চলবে। শুক্রবারই বৈঠক ডেকেছে প্রদেশ কংগ্রেস। ডাকা হয়েছে সাংসদ, সব জেলার নেতা ও সব বিধায়ককে। মূল এজেন্ডা পঞ্চায়েত ভোট। দুহাজার আঠারোয় জোট থাকবে কি থাকবে না, তা কেউ জানে না। তাই এখন থেকেই, ব্লকে ব্লকে প্রার্থীর নাম চূড়ান্ত করে পুজোর পরেই জোর কদমে নেমে পড়তে চান অধীর চৌধুরী। পঞ্চায়েতই যে এরাজ্যে ক্ষমতা দখলের মূল চাবিকাঠি তা প্রতিষ্ঠিত সত্য।