PAC বিতর্কে অধীরকে এবার কড়া SMS মানস ভুঁইঞার

PAC বিতর্কে এবার অধীর চৌধুরীকে কড়া SMS পাঠালেন মানস ভুঁইঞা। SMS-এ অধীর চৌধুরীকে কার্যত কটাক্ষই করেছেন তিনি। অধীরকে শান্ত হতে পরামর্শ দেওয়ার পাশাপাশি মান্নানকেও শান্ত করতে বলেছেন তিনি।

Updated By: Jul 14, 2016, 05:35 PM IST
PAC বিতর্কে অধীরকে এবার কড়া SMS মানস ভুঁইঞার

ওয়েব ডেস্ক : PAC বিতর্কে এবার অধীর চৌধুরীকে কড়া SMS পাঠালেন মানস ভুঁইঞা। SMS-এ অধীর চৌধুরীকে কার্যত কটাক্ষই করেছেন তিনি। অধীরকে শান্ত হতে পরামর্শ দেওয়ার পাশাপাশি মান্নানকেও শান্ত করতে বলেছেন তিনি।

একইসঙ্গে তাঁর বার্তা, দায়িত্ব যখন নিয়ে ফেলেছেন তখন এক বছর তাঁকে কাজ করতে দেওয়া হোক। জানিয়েছেন, PAC চেয়ারম্যানের পদ পেতে বামেরা লালায়িত ছিল কি না, তাও সূর্যকান্ত মিশ্রের কাছে জানতে চাইবেন তিনি। একইসঙ্গে অভিযোগ করেন, আবদুল মান্নান তাঁর সঙ্গে যে ধরনের আচরণ করেছেন তা অসম্মানজনক। অধীর চৌধুরীও কথা বলেননি তাঁর সঙ্গে। এখন AICC-র নাম সামনে এনে নিজেদের ত্রুটি আড়াল করতে চাইছেন।

এদিকে চুপ থাকেননি  অধীর চৌধুরীও।  তাঁর কটাক্ষ, কোনও ওজর তৈরি করে অপরাধের মানসিকতা ঢাকার চেষ্টা করা ঠিক না। 

.