SLST, Justice Abhijit Gangopadhyay: এসএলএসটি নবম-দশমের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ কার্যকর
২০১৬ সালে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির এসএলএসটি`র (SLST) পরীক্ষা হয়। ২০১৮ সালে মেধা তালিকা প্রকাশিত হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ২০১৬ সালের এসএলএসটি (SLST) নবম-দশমের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ। পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। প্রকাশিত হল ওয়েটিং লিস্টও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশ পালন করল কমিশন।
২০১৬ সালে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির এসএলএসটি'র (SLST) পরীক্ষা হয়। ২০১৮ সালে মেধা তালিকা প্রকাশিত হয়। এরপর নিয়োগে দুর্নীতি ধরা পড়ে। কলকাতা হাইকোর্টে মামলা করেন চাকরি প্রার্থীরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) একক বেঞ্চে মামলা হয়।
এ বছরের ২৪ জুন এসএসসি নিয়োগ দুর্নীতি নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। তিনি জানান, ১৫ জুলাইয়ের মধ্য়ে ব্রেক আপ নম্বর প্রকাশ করতে হবে। তাঁর নির্দেশই পালন করল কমিশন।