ওয়েব ডেস্ক: অনলাইনে আবেদন করা নিয়ে টেট উত্তীর্ণদের একাংশের ক্ষোভ। প্রাথমিক শিক্ষা সংসদের বাইরে বিক্ষোভে সামিল হলেন টেট উত্তীর্ণদের একাংশ। তাঁদের অভিযোগ, সংসদের সার্ভার সমস্যার কারণে অনলাইনে অনেকেই আবেদন জানাতে পারেননি। আবার টাকা জমা দেওয়া নিয়েও সমস্যায় পড়তে হয়েছে অনেককেই। অভিযোগ উঠেছে যে, সোমবার এরই প্রতিবাদে তাঁরা সংসদের অফিসে যোগাযোগ করতে গেলে, তাঁদের সঙ্গে কোনও কথা বলা হয়নি। এরপরই ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করেন তাঁরা। এই প্রসঙ্গে তাঁদের দাবি, অনলাইনে আবেদনের সময়সীমা বাড়াতে হবে। পরে বিধাননগর থানা থেকে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জীবনের সেরা শিক্ষাটা কোনও ক্রীড়াবিদ হিসেবে আমাদের দিয়েছেন অনিল কুম্বলে


আরও পড়ুন কখনও মানবিক, কখনও অমানবিক, শহরে অ্যাপ ক্যাবের নানা রূপ