নিজস্ব প্রতিবেদন: জোয়ারের টানে ভোঙে পড়ল আহিরীটোলা ঘাটের জেটি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২ জন। তাঁদের একজন ওই জেটিতে কর্মরত এক কর্মী। তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ইএসআই হাসপাতালে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর বিজয় উপাধ্যায়। আসেন বিধায়ক শশী পাঁজা। রবিবার সকালে ১২ টা নাগাদ তীব্র বেগে বান আসায় ভেঙে যায় জেটি। জোয়ারের জলের তোড়ে ভেসে যায় মূল জেটির অংশটি। ইতিমধ্যেই হাওড়া বাঁধা ঘাটের সংযোগকারী এই জেটির মেরামতির কাজ শুরু করেছে রিভার পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ইতিমধ্যেই গোটা এলাকা পুলিসি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি ঘাটের গেট। একটি বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে দুর্ঘটনার জন্য সাময়িক বন্ধ থাকবে ফেরি চলাচল। উত্তর কলকাতার অন্যতম ব্যস্ত জেটি হওয়ায় প্রতিদিন এই জেটি দিয়ে পারাপাডর করেন অসংখ্য নিত্যযাত্রী। রবিবার হওয়ায় এদিন যাত্রী সংখ্যা কম ছিল কাজেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ। জানানো হয়েছে যত শীঘ্রই সম্ভব শেষ করা হবে কাজ।  


আরও পড়ুন: মধ্যযুগীয় বর্বরতা! মেয়ের সামনেই মাকে 'গণধর্ষণ', মুগুর দিয়ে পিটিয়ে খুন বাসন্তীতে