নিজস্ব প্রতিবেদন: শো-কজের জবাব দিলেন অনিল-কন্যা অজন্তা বিশ্বাস (Ajanta Biswas)। তাতে কী ব্যাখ্যা দিয়েছেন? এরিয়া কমিটির বক্তব্য, বিষয়টি অভ্যন্তরীণ। দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সূত্রের খবর, 'জাগো বাংলা'য় উত্তর সম্পাদকীয় নিয়ে নিজের বক্তব্যেই অনড় রয়েছেন অজন্তা।          


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূলের দৈনিক মুখপত্র 'জাগো বাংলা'য় (Jago Bangla) চার কিস্তিতে 'বঙ্গ রাজনীতিতে নারীশক্তি' শীর্ষক নিবন্ধ লিখেছেন অজন্তা (Ajanta Biswas)।  এনিয়ে যারপরনাই ক্ষুব্ধ আলিমুদ্দিন। প্রশ্ন উঠেছে, পার্টির সদস্য হয়ে কীভাবে অনুশাসন ভাঙতে পারেন অজন্তা? তাঁকে কারণ দর্শাতে বলা হয়। তবে নিজের লেখনী নিয়ে অনড় অনিল-কন্যা। তিনি ব্যাখ্যা দেন,'বঙ্গের রাজনীতিতে নারীদের নিয়ে লিখতে গেল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আসাটা অত্যন্ত স্বাভাবিক। তিনি বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মহিলা নেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে পুরুষ প্রধান রাজনীতির অসম লড়াইয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন।' সূত্রের খবর, শোকজের জবাবে নিজের বক্তব্যেই অনড় থেকেছেন অজন্তা। তবে অভ্যন্তরীণ বিষয় বলে মুখ খুলতে চায়নি এরিয়া কমিটি। তাদের বক্তব্য, বিষয়টি দল দেখছে। অজন্তার-বক্তব্য জেলা কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে।


বিরোধী দলের মুখপত্রে অজন্তার লেখা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে। শেষ কিস্তিতে মমতাকে নিয়ে তিনি লিখেছেন, 'কঠিন লড়াইয়ে বারবার জয়ী হয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অগ্নিকন্যা, দিদি এবং ঘরের মেয়ে অভিধাও অর্জন করেছেন। কলকাতার হাজরা অঞ্চলের নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণকারী সাধারণ মেয়ে আজ টাইম ম্যাগাজিনে ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে অন্যতম হিসাবে মনোনীত।' তিনি আরও লেখেন,'একজন রাজনৈতিক নেত্রী হিসেবে নজির গড়েছেন সমগ্র বিশ্বের সম্মুখে নিজের যোগ্যতায়। রাজনৈতিক ইতিহাসে বাঙালি নারী হিসাবে নিজেকেই অন্যতম সেরা প্রমাণিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশস্ত করেছেন নারীদের জয়যাত্রা।'  


আরও পড়ুন-Jobs: রাজ্যে ১ লক্ষ বেকারকে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করছে শ্রম দফতর


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)