নিজস্ব প্রতিবেদন: গতকাল, শুক্রবার দিল্লি-হরিয়ানা সীমানায় কৃষকদের বিক্ষোভের মাঝে হাজির হয়েছিলেন ডেরেক ও'ব্রায়েন। কৃষক নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেন পাশে থাকার বার্তা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতায় এল শিরোমণি অকালি দলের প্রতিনিধিরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও' ব্রায়েনের সঙ্গে বৈঠক করলেন তাঁরা। বৈঠকের পর লোকসভায় তৃণমূলের দলনেতা বলেন,'অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করতে হবে সরকারকে। তিনটি বিল পাঠাতে হবে স্ট্যান্ডিং অথবা সিলেক্ট কমিটিতে।'            


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কৃষি বিলের বিরোধিতায় এনডিএ-র সঙ্গ ত্যাগ করেছে শিরোমণি অকালি। তাদের সহ-সভাপতি তথা মুখপাত্র প্রেম সিং চন্দুমাজরা নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন আসে কলকাতায়। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে ৪৫ মিনিট ধরে বৈঠক করেন তাঁরা।


বৈঠকের পর প্রেম সিং বলেন,'কৃষি প্রত্যাহার করতেই হবে সরকারকে। এই নতুন বিলে ন্যূনতম সহায়ক মূল্যের কোনও নিশ্চয়তা নেই।' তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়,'তিনটি বিলই প্রত্যাহার করতে হবে সরকার। সংসদীয় রীতিতে বিল প্রত্যাহার করে সিলেক্ট বা স্ট্যান্ডিং পাঠানোর ব্যবস্থা রয়েছে।'     


৮ ডিসেম্বর ভারত বনধ ডেকেছে কৃষক সংগঠনগুলি। ওই বনধে নৈতিক সমর্থন দিল তৃণমূল। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,''আমরা বনধকে নৈতিকভাবে সমর্থন করি। তবে রাস্তায় নামব না। ৮ তারিখ থেকে অবস্থান বিক্ষোভে বসবে তৃণমূল। ১০ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সামিল হবেন।''      


শুক্রবার কৃষক বিক্ষোভে ডেরেককে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে ফোনে কথা বলেন কৃষক নেতাদের সঙ্গে। বলেন,''কৃষক ভাই-বোনদের ধন্যবাদ জানাচ্ছি। আমিও আন্দোলন করেছি। সবচেয়ে বেশিদিন অনশন করেছিলাম। এটা গোটা দেশের আন্দোলন। বাংলা থেকে সমস্ত রকম সাহায্য করব। আপনারা আন্দোলন জারি রাখুন।''   


আরও পড়ুন- জেলে বসে মোদী-মমতাকে চিঠি সুদীপ্তর, ৬ প্রভাবশালীর নাম ফাঁস