ওয়েব ডেস্ক : খাস কলকাতায় বিউটি পার্লারের অন্দরে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ, বিউটিশিয়ান ট্রেনিংয়ের আড়ালে চলে নির্যাতন।  মঙ্গলবার ঘটনা ঘটেছে মুকুন্দপুরের ফেস টু ফেস বিউটি পার্লারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, সন্ধে সাড়ে ৮টা নাগাদ নির্যাতিতা তরুণীকে পার্লারে ডাকে অভিযুক্ত রাজকুমার মণ্ডল। সেখানে খাবার ও পানীয় খান ওই তরুণী। অভিযোগ, পানীয়তে মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল। যা খেয়ে কার্যত অচৈতন্য হয়ে পড়েন তরুণী। এর পরই তাঁর উপর নির্যাতন চালানো হয়। পুলিসে জানালে ফল ভাল হবে না বলে তাঁকে হুমকিও দেয় রাজ কুমার।


তরুণী জানিয়েছে, খাবার নিয়ে আসে পার্লারের কেয়ার টেকার অমল মণ্ডল। পুরোটাই জানত সে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।


আরও পড়ুন, হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগরে শুট আউট