Suvendu Adhikari: শুভেন্দুকে শাহের তলব, অর্জুনের `ফুল`বদলে নয়া দায়িত্বে BJP বিধায়ক
বুধবার ব্যারাকপুরে বিজেপির একটি সাংগঠনিক বৈঠক হবে। সেখানেই নব দায়িত্বে দেখা যাবে নন্দীগ্রামের বিধায়ককে।
নিজস্ব প্রতিবেদন : শুভেন্দুকে (Suvendu Adhikari) দিল্লিতে তলব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠালেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তলব পেয়েই রাজধানী যাচ্ছেন শুভেন্দু। সোমবার সন্ধ্যার বিমানেই দিল্লি উড়ে যাবেন তিনি।
প্রসঙ্গত, অর্জুন সিংয়ের 'ফুল' বদলেছেন। তাঁর ছেড়ে যাওয়া গড়ে এবার তাই দায়িত্ব নিতে চলেছেন শুভেন্দু। বিজেপি সূত্রে খবর এমনই। ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক জেলার দায়িত্ব পেতে চলেছেন তিনি। রবিবার অর্জুন সিং তৃণমূলে যোগ দিতেই, সোমবার তড়িঘড়ি বৈঠকে বসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
সেই বৈঠকেই স্থির হয় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁধেই ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন সেই বৈঠকেই। উপস্থিত ছিলেন অমিত মালব্যও। এমনকি অনলাইনে বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ।
সেই বৈঠকেই সম্মিলিত শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। দলীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার ব্যারাকপুরে বিজেপির একটি সাংগঠনিক বৈঠক হবে। সেখানেই নব দায়িত্বে দেখা যাবে নন্দীগ্রামের বিধায়ককে।
SSC New Exam Rule: SSC পরীক্ষা পদ্ধতিতে 'বড়সড়' বদল, নয়া নিয়ম কী?