Kolkata: গঙ্গায় আত্মবিসর্জনের চেষ্টা কালিন্দীর! একাকিত্ব ও অবসাদই কি সম্ভাব্য `ঘাতক`?
Kolkata: জানা যাচ্ছে, একাকিত্ব থেকেই তৈরি হয়েছিল অবসাদ। নিজেকে শেষ করে দিতে তাই নদীতে ঝাঁপ বৃদ্ধার। খবর পেয়ে উদ্ধার কলকাতা পুলিশের।
অয়ন ঘোষাল: নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা। সবদিক থেকে দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ কি এমন চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন? এক মর্মান্তিক ঘটনা ঘটতে-ঘটতেও ঘটেনি।
আরও পড়ুন: Bharat Bandh: কতক্ষণ বনধ? কী কী খোলা থাকবে? দেশ জুড়ে চলবে বিক্ষোভ-হিংসা? রাস্তায় বেরনো যাবে তো!
আজ, বুধবার সকাল ১১ টা নাগাদ নর্থ পোর্ট পুলিস স্টেশনে খবর আসে, এক বৃদ্ধা হুগলি নদীতে আত্মহত্যার চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধাকে বাঁচানোর প্রস্তুতি নেওয়া শুরু করে কলকাতার রিভার ট্রাফিক পুলিস। দু'মিনিটের মধ্যে শুরু হয় উদ্ধার অভিযান। কলকাতা রিভার ট্রাফিক পুলিসের ওসি ইন্দ্রনারায়ণ চৌধুরীর নেতৃত্বে শুরু হয় উদ্ধার অভিযান।
কিন্তু কেন এ ভাবে নিজেকে শেষ করার চেষ্টা?
আরও পড়ুন: Kolkata Tide: ফের বিপর্যয়! পাহাড়প্রমাণ ঢেউয়ের তোড়ে ভেসে যাবে কল্লোলিনী কলকাতা?
জানা গিয়েছে, একাকীত্ব এবং অবসাদে ভোগার জন্য এর আগেও একাধিক বার আত্মহত্যা করার চেষ্টা করেছেন কালিন্দীদেবী। আপাতত কালিন্দীদেবী স্থিতিশীল রয়েছেন বলেই জানা গিয়েছে।